ম্যাক কম্পিউটার ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরে ফাইল, অ্যাপ ও সিস্টেমে থাকা নানা তথ্য খুঁজতে স্পটলাইট সার্চ ব্যবহার করে আসছেন। সুবিধাটি ম্যাক ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পাওয়ায় উইন্ডোজ কম্পিউটার ও ল্যাপটপের জন্য পরীক্ষামূলকভাবে একই ধরনের সার্চ অ্যাপ চালু করছে গুগল। গুগল জানিয়েছে, নতুন অ্যাপটি ব্যবহারকারীদের ম্যাকের স্পটলাইটের মতো অভিজ্ঞতা দেবে। এর মাধ্যমে কম্পিউটার ও ল্যাপটপে সংরক্ষিত ফাইল বা ইনস্টল করা অ্যাপ ও ক্লাউডেও প্রয়োজনীয় কনটেন্ট খুঁজে পাওয়া যাবে।
