উইন্ডিজ সফরে যাচ্ছেন বিজয়

উইন্ডিজ সফরে যাচ্ছেন বিজয়

অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন এনামুল হক বিজয়। সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বিস্ফোরক ব্যাটিং পারফরম্যান্স উপহার দিয়েছেন। তার ব্যাট থেকে ছুটেছে রান বৃষ্টি।

বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে এক মৌসুমে গড়েছেন এক হাজার রানের কীর্তি। হাঁকিয়েছেন একের পর এক সেঞ্চুরি। নজর কেড়েছেন নির্বাচকদের। এবার পেতে যাচ্ছেন সেই কীর্তির স্বীকৃতি। পুরস্কার হিসেবে বাংলাদেশ দলের আসন্ন উইন্ডিজ সফরে রঙিন পোশাকের ক্রিকেটে ডাক পেতে যাচ্ছেন বিজয়।

বিজয়কে নিয়ে আজ মঙ্গলবার চট্টগ্রামে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘বিজয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আছে। টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে থাকবে আশা করি। এটা নির্বাচকদের ব্যাপার। তারপরও আমার মনে হয় তারা কনসিডার করছে, তবে নিশ্চিতভাবে বিজয় টি-টোয়েন্টি আর ওয়ানডে দলে থাকছে।’

তাসকিন আহমেদ এখনও ফিট নন। ফিটনেস ফিরে পেতে আরও সময় লাগবে তার। তাই ক্যারিবীয় সফরের জন্য তাসকিনের বিকল্প খুঁজছে বিসিবি। ভাবনায় রয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধসহ কয়েকজন পেসার। এ নিয়ে জালাল বলেন, ‘মুগ্ধ আছে। কয়েকজন ফাস্ট বোলার আছে। একটু আগে কোচ, নির্বাচকরা মিলে মিটিংয়ে বসেছিলাম। তাসকিন না থাকলে কারা থাকতে পারে তাদের নিয়ে আলাপ-আলোচনা হয়েছে।’

ওয়েস্ট ইন্ডিজ সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলতি মাসের শেষেই উড়াল দেবে টাইগাররা। ১৬ জুন মাঠে গড়়াবে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। ২ ও ৩ জুলাই প্রথম দুটি টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। ৭ জুলাই গানায়ায় হবে শেষ টি-টোয়েন্টি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে গায়ানাতে। একদিনের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।

Explore More Districts