পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বুধবার(০১ সেপ্টেম্বর) রাতে ঈশ্বরদী-পাকশী সড়কের জয়নগর শিমুলতলা বাজার এলাকায় খাইরুল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে দুজন রূপপুর স্বর্ণকলি স্কুল এলাকার মো. জহুরুলের ছেলে ইব্রাহিম (২০) ও মো. লালনের ছেলে জয় (২২) বলে জানা গেছে। অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরদী থেকে দ্রুত বেগে দুটি মোটরসাইকেল পাল্লা দিয়ে যাওয়ার পথে জয়নগর শিমুলতলা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রূপপুর প্রকল্পে নিযুক্ত অর্গান কোম্পানির হাইস গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন, অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
ঈশ্বরদী থানার এসআই রায়হান জানান, দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। তারা মোটরসাইকেল আরোহী।
সূত্র: যুগান্তর।
The post ঈশ্বরদীতে বাইক নিয়ে প্রতিযোগিতা, প্রাণ গেল ৩ তরুণের appeared first on Rajshahi News24 | রাজশাহী নিউজ 24.