ঈদ বোনাস ও বেতন পরিশোধের আহ্বান জেইউজের

ঈদ বোনাস ও বেতন পরিশোধের আহ্বান জেইউজের





সাংবাদিকদের উৎসব ভাতা ও ঈদের আগে চলতি মাসের বেতন পরিশোধের আহ্বান জানিয়েছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)। একই সাথে যেসব সংবাদপত্রের মালিকগণ ইতোমধ্যে ঈদ বোনাস ও এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল ও সাধারণ সম্পাদক এইচআর তুহিন এক বিবৃতিতে বলেছেন, মুসলিমদের প্রধান উৎসব ঈদুল ফিতর। চলতি মাস শেষেই সেই উৎসব। এজন্য সংবাদপত্র মালিকদের ঈদ বোনাস ও চলতি মাসের বেতন পরিশোধের অনুরোধ করা হচ্ছে।

নেতৃবৃন্দ বিবৃতিতে আরো জানিয়েছেন, দৈনিক স্পন্দন, দৈনিক কল্যাণ, দৈনিক গ্রামের কাগজ ও দৈনিক সমাজের কথা কর্মীদের প্রাপ্য উৎসব ভাতা দেয়ায় ধন্যবাদ জানাচ্ছি। আর দৈনিক কল্যাণ ও দৈনিক স্পন্দন এপ্রিল মাসের বেতন পরিশোধ করায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সাথে যারা এখনও দেয়নি তাদের দ্রুত পরিশোধের আহ্বান জানানো হয়েছে। -সংবাদ বিজ্ঞপ্তি








Explore More Districts