ঈদের সকালে মুক্তিযোদ্ধা ও সরকারি চাকরিজীবী তাঁর তিন সন্তানকে পেটানোর অভিযোগ

ঈদের সকালে মুক্তিযোদ্ধা ও সরকারি চাকরিজীবী তাঁর তিন সন্তানকে পেটানোর অভিযোগ

সখীপুর থানা ও স্থানীয় সূত্র জানায়, ভেদরগঞ্জ উপজেলার চরবাঘা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তিযোদ্ধা আবদুর রশিদ সিকদারের সঙ্গে প্রতিবেশী জব্বার সিকদারের জমি নিয়ে বিরোধ রয়েছে। ঈদ উপলক্ষে রশিদ সিকদারের ছেলেরা বাড়িতে এলে গতকাল রোববার বিকেলে তাঁদের ফসলি জমি মাপজোখ করতে যান। সেখানে জব্বার সিকদার তাঁদের বাধা দেন। এ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

ঘটনাটি রশিদের সন্তানেরা পুলিশকে জানান। রোববার রাতে সখীপুর থানার পুলিশ বিষয়টির খোঁজ নিতে ওই এলাকায় যায়। এতে ক্ষুব্ধ হন জব্বার সিকদার ও তাঁর পরিবারের সদস্যরা। এর জের ধরে আজ সকালে জব্বার সিকদার ও তাঁর লোকজন নিয়ে রশিদ ও তাঁর ছেলেদের ওপর হামলা করেন। তাঁদের মারধর করা হয়েছে, এমন অভিযোগ ওঠে। পরে সকাল ১০টার দিকে রশিদ সিকদারকে তাঁর সন্তানেরা শরীয়তপুর সদর হাসপাতেল আনেন চিকিৎসা করানোর জন্য। সেখানে রশিদ ও তাঁর ছেলে চিকিৎসক আলমগীর হোসেনকে ভর্তি করা হয়। আর ওই ঘটনায় আহত জাহাঙ্গীর হোসেন ও সাখাওয়াত হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Explore More Districts