ঈদের দিনে কোটবাড়িতে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপাঁয় ৩ জন নিহত – Ajker Comilla

ঈদের দিনে কোটবাড়িতে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপাঁয় ৩ জন নিহত – Ajker Comilla






















আজকের কুমিল্লা ডট কম :

জুলাই ১০, ২০২২


ঈদের দিনে কোটবাড়িতে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপাঁয় ৩ জন নিহত – Ajker Comilla

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপাঁয় তিন পথচারি নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন ছেলে শিশু। তাদের পুরো পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বাড়ি চান্দিনা বলে জানা গেছে।

রবিবার (১০ জুলাই) বিকেল ৩ টায় এ দুঘর্টনা ঘটে।

দুঘর্টনার পর একটি পিকভ্যান করে মরদেহ তিনটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয। ১০মিনিট ভ্যানে রাখার পর হাসপাতালে বা মর্গে না নিয়ে মরদেহগুলো বাড়ি নিয়ে যায় নিহতদের আত্মীয়-স্বজনরা।

 

 
































আর পড়তে পারেন













Explore More Districts