ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ – Chittagong News

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ – Chittagong News

ঈদুল ফিতরের ছুটি শেষে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছে নগরবাসী। বাস ও রেল স্টেশনে ভিড় না থাকায় স্বস্তিতেই ফিরছেন তারা।

শনিবার (৫ এপ্রিল) সকাল থেকে নগরের বিভিন্ন প্রবেশপথ ঘুরে দেখা যায় নগরে ফেরা মানুষের চাপ। নগরের নতুন ব্রিজ, বহদ্দারহাট, অলংকার, জিইসি মোড়, দামপাড়া, সিনেমা প্যালেস, অক্সিজেন মোড়, বিআরটিসিসহ প্রায় সব বাস টার্মিনালে নগরফেরা যাত্রীর চাপ লক্ষ্য করা যায়।

এবছর স্বাধীনতা দিবস, শব-ই কদর, ঈদ ও সপ্তাহিক ছুটি মিলিয়ে প্রায় সপ্তাহ খানেক ছুটি পায় নগরবাসী। ফলে অনেকেই স্বজনদের সঙ্গে ঈদ করতে নাড়িরটানে নগর ছাড়ে সাধারণ মানুষ।

যাত্রীরা জানান, পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ করা সৌভাগ্যের। । যাওয়ার সময় কষ্ট হলেও স্বস্তি নিয়ে ফিরতে পারছেন। কোথাও কোনো ঝামেলা পোহাতে হয়নি। তবে বরাবরের মত ঈদ পরবর্তী যাত্রায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল যাত্রীদের মুখে।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান বলেন, এবারের ফিরতি ট্রিপে কোনো শিডিউল বিপর্যয় নেই। আশা করছি সব ঠিক মতই করা যাবে

এদিকে, ঈদের ছুটি শেষে রোববার খুলেছে সরকারি-বেসরকারি অফিস। তিনদিনের ছুটির পর প্রথম কর্মদিবস হওয়ায় তেমন কর্মব্যস্ততা ছিল না অফিসগুলোতে। সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় অফিসে।

এসসি/সিটিজিনিউজ

Explore More Districts