ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসে পুকুরে ডুবে প্রাণ হারালো শিশু – Chittagong News

ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসে পুকুরে ডুবে প্রাণ হারালো শিশু – Chittagong News

ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসে পুকুরে ডুবে মারা গেল ছয় বছরের এক শিশু। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের বড়ঘোনা এলাকায় আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশু সাজিদুল করিম ওই এলাকার ৯ নম্বর ওয়ার্ডের আবদুর রশিদ মেম্বারের বাড়ির প্রবাসী ফারুখ আজমের ছেলে।

নিহত শিশুটির পারিবারিক সূত্র জানায়, আজ সকালে বাড়ির পেছনের পুকুরে সবার অগোচরে পড়ে যায় সাজিদুল। সকাল থেকে তাকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় বহু খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। পরে সাজিদুলের মা পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। শিশুটিকে দ্রুত উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, সাজিদুলের বাবা দীর্ঘ সময় ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আছেন। সেখানে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকেও নিয়ে গেছেন। কয়েক দিন আগে পরিবারের সবাইকে নিয়ে দেশে এসে ঢাকার বাসায় ওঠেন। কোরবানির ঈদ উপলক্ষে গত বুধবার সবাই গ্রামের বাড়িতে আসেন।

শিশুটির মামা মুহিব উল্লাহ বলেন, ‘ঈদের ছুটি কাটাতে এসে আমার ভাগনে মারা গেল। আমাদের পরিবারের জন্য ঈদের আনন্দ মাটি হয়ে গেল।’

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts