ঈদুল আজহা উপলক্ষে ৩ জুন থেকে চলবে বিশেষ লঞ্চ

ঈদুল আজহা উপলক্ষে ৩ জুন থেকে চলবে বিশেষ লঞ্চ

তবে নৌপথে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কেবিনের অগ্রিম টিকিটের চাহিদা আগের মতো নেই বলে জানিয়েছেন লঞ্চমালিকরা। তাঁদের ভাষ্য, প্রথম ও দ্বিতীয় শ্রেণির কেবিনের জন্য যাত্রীর চাপ নেই। একসময় ঈদের অন্তত ১৫ দিন আগে থেকেই যাত্রীরা অগ্রিম টিকিট সংগ্রহ করতে ভিড় করতেন। কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এ চিত্র বদলে গেছে। এখন মূলত যাঁরা লঞ্চে নিয়মিত যাতায়াত করেন, সাধারণত তাঁরাই অগ্রিম টিকিট সংগ্রহ করে থাকেন।

আজ মঙ্গলবার সকালে সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা যায়, দক্ষিণাঞ্চলগামী লঞ্চের অগ্রিম টিকিট সংগ্রহে যাত্রীদের আনাগোনা একেবারেই নেই। টার্মিনালের পন্টুনে ভেড়ানো লঞ্চগুলোতে গিয়ে কেউ অগ্রিম টিকিটের বিষয়ে খোঁজ করছেন না।

Explore More Districts