পাবনার চাটমোহরে ঈদগাহ মাঠের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম।
আহতদের মধ্যে রয়েছেন—আজিম উদ্দিন, সুরমান আলী, আরমান আলী, আবুল হোসেন, রাশেদ হোসেন, আফজাল প্রামাণিক, সেলিম হোসেন ও সাব্বির হোসেনসহ অনেকে। তাদেরকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে আটলংকা গ্রামে কয়েকটি গ্রামের জন্য ঈদগাহ মাঠ প্রতিষ্ঠা করা হয়। তবে এর নামকরণ নিয়ে আটলংকা ও বন্যাগাড়ী গ্রামের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। থানায় ও স্থানীয়ভাবে একাধিকবার বৈঠক হলেও সমাধান হয়নি।
শুক্রবার দুপুরে মাঠে নামফলক লাগানোকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী ও ওসি মনজুরুল আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি মনজুরুল আলম বলেন, “মূলত ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। তবে এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”