ঈদগাঁওতে মাদক নির্মূলে সেনাবাহিনীর সচেতনতা ও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত – দৈনিক আজাদী

ঈদগাঁওতে মাদক নির্মূলে সেনাবাহিনীর সচেতনতা ও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত – দৈনিক আজাদী

কক্সবাজারের ঈদগাঁও পাবলিক লাইব্রেরিতে সেনাবাহিনীর উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পসহ পুরো কক্সবাজার এলাকার মাদক নিয়ন্ত্রণ কার্যক্রমে গঠিত টাস্কফোর্সের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ ক্যাম্পেইনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং চিকিৎসাসেবা নিতে আসা অসহায় মানুষদের ব্যাপক অংশগ্রহণ ছিল।

কর্মসূচিতে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা রোধে সামাজিক সচেতনতা সবচেয়ে কার্যকর শক্তি। পরিবার ও সমাজ সচেতন হলে মাদকগ্রহণ থেকে বিরত থাকা সহজ হয় এবং মাদককারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়। প্রয়োজনীয় তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানানো হয়।

টাস্কফোর্স জানায়, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতাদের সক্রিয় সম্পৃক্ততা থাকলে স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সমাজের সর্বস্তরে মাদকের বিরুদ্ধে স্থায়ী সামাজিক আন্দোলন গড়ে উঠবে। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে দীর্ঘমেয়াদী এ সচেতনতা কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা জরুরি।

মাদকবিরোধী টাস্কফোর্স গণমাধ্যমের সহযোগিতাও কামনা করে।

Explore More Districts