ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার মজলিসে আমেলার ডিসেম্বর মাসের নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টায় নগরীর সুরমা মার্কেটস্থ দলীয় কার্যালয়ে নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন’র সঞ্চালনায় ক্বোরআনে কারীমের তেলাওয়াত ও দারসুল কুরআন পাঠ করা হয়।
বৈঠকে বিগত রেজুলেশন পাঠ ও পর্যালোচনা করে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনভিত্তিক চূড়ান্ত প্রস্তুতির লক্ষ্যে ৬টি আসনে মনোনয়ন ফরম উত্তোলন এবং কাঙ্খিত বিজয়ের লক্ষ্যে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠে উপস্থিত ছিলেন, সিলেট জেলা সহ-সভাপতি আলহাজ্ব ফজলুল হক, জয়েন্ট সেক্রেটারী মুফতী মুহাম্মদ আবু তাহের মিসবাহ, এসিস্ট্যান্ট সেক্রেটারি কে. এম. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ নোমান আল ফাহাদ, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা সুলাইমান আহমদ শাহী, অর্থ ও প্রকাশনা সম্পাদক হাফেজ আব্দুল হাফিজ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা জাকারিয়া আহমদ খান, সদস্য মুহাম্মাদ রাশিদুল ইসলাম, মাওলানা ইমরান আহমদ, হেকিম মুহাম্মাদ শিহাব উদ্দিন, জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

