ইসলামপুরে ২শত ৬ বস্তা সরকারি চাল জব্দ গোডাউন সিলগালা : মিল মালিক আটক – দৈনিক আজকের জামালপুর

ইসলামপুরে ২শত ৬ বস্তা সরকারি চাল জব্দ গোডাউন সিলগালা : মিল মালিক আটক – দৈনিক আজকের জামালপুর




ইসলামপুরে ২শত ৬ বস্তা সরকারি চাল জব্দ গোডাউন সিলগালা : মিল মালিক আটক – দৈনিক আজকের জামালপুর



লিয়াকত হোসাইন লায়ন : জামালপুরের ইসলামপুর অভিযান চালিয়ে ২০৬ বস্তা সরকারি চাল জব্দ,গোডাউল সিলগালা সহ মিল মালিককে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল ২জুন সোমবার রাত ২টায় পৌর এলাকার গাঁওকুড়া মা রাইচ মিলের গোডাউন থেকে এই চাল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান। তিনি বলেন, ২শত ৬বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। গোডাউনে রাখা চাল মিল মালিক আরিফ মিয়ার ক্রয় করেছেন বলে দাবি করে। উপযুক্ত প্রমাণ দিতে না পারায় চাল জব্দ ও গোডাউন সিলগালা এবং তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। জানা যায়, মিল মালিক আরিফ মিয়া মা রাইচ মিলের গোডাউনে অবৈধভাবে চাল মজুদ করে বিভিন্ন কোম্পানির সিলযুক্ত বস্তায় বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে চাল জব্দ এবং মিল মালিক আরিফ কে আটক হয়। ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মা রাইচ মিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মজুদকৃত সরকারি চাউল জব্দ করা হয়েছে। চাউল আমানত সংগ্রহের জন্য মিল মালিক আরিফ মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।


Explore More Districts