ইসলামপুরে ড্রেজার মেশিন বসানো নিয়ে আওয়ামী লীগ বিএনপি’র মারামারি – দৈনিক আজকের জামালপুর

ইসলামপুরে ড্রেজার মেশিন বসানো নিয়ে আওয়ামী লীগ বিএনপি’র মারামারি – দৈনিক আজকের জামালপুর




ইসলামপুরে ড্রেজার মেশিন বসানো নিয়ে আওয়ামী লীগ বিএনপি’র মারামারি – দৈনিক আজকের জামালপুর


oplus_2

স্টাফ রিপোর্টার : নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন ও বিক্রি করাকে কেন্দ্র স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তারপরও বন্ধ হয়নি ড্রেজার মেশিন। সম্প্রতি, জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ফুলকার চর গ্রামে এমন ঘটনা ঘটেছে। ফুলকার চর গ্রামের রফিকসহ আরও কয়েকজন জানান, ইউনিয়ন বিএনপির নামধারী কতিপয় লোক দশানি নদীর বুকে থেকে বালু উত্তোলন করে শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার একটি গ্রামে বিক্রির উদ্দেশ্যে ড্রেজার মেশিন বসানোর সিদ্ধান্ত নেয়। খবর পেয়ে নদী পাড়ের জমি মালিকরা আপত্তি করে প্রতিবাদ জানান। কিন্তু, তাতেও তারা ক্ষান্ত না হওয়ায় গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বিএনপির লোকজনদের বারণ করেন। বালু খেকোরা তার বারণ নাশুনে উল্টো তার উপর চড়াও হয়।এই ঘটনায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে করে একজন আহত হয়। তারপরও বালু তোলার সিদ্ধান্ত থেকে সরে আসেনি বিএনপি নামধারীরা। মমিন, মানিক, সরোয়ার ও আনিছের নেতৃত্বে তারা দশানি নদী ও জামালপুর বকশিগঞ্জ সড়কের মধ্যবর্তী ফুলকার চর ব্রিজের নীচে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। এব্যাপারে ঘটনাস্থলে গিয়েও অভিযুক্ত কারো মতামত পাওয়া যায়নি।


Explore More Districts