
ইসলামপুর সংবাদদাতা : জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (এঊঝগওঘ) প্রকল্পের উদ্যোগে কিশোরী দলের বুনিয়াদী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিন ব্যাপী উপজেলা মডেল মসজিদ এন্ড ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে কৃষি ভিত্তিক অ্যাপস এর ব্যবহার, লিঙ্গ সমতা, পরিছন্নতা, নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ে ইসলামপুর উপজেলার গোয়ালেরচর, ইসলামপুর সদর, নোয়ারপাড়া, চরপুটিমারী, পার্থশী, চিনাডুলী ও মেলান্দহ উপজেলার শ্যামপুর ও মাহমুদপুর ইউনিয়নের ৩৭৫ জন কিশোরী দলের সদস্যদের নিয়ে অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো অপারেশন প্রোগ্রামের মাধ্যমে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন (জেসমিন) প্রকল্পের উদ্যোগে কিশোরী দলের বুনিয়াদী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ পরিচালনা করেন জেসমিন প্রকল্পের নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার রেজাউল করিম, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোঃ খলিল উল্লাহ, মোঃ রবিউল আউয়াল, আব্দুস সামাদ, রাশিদুল হাসান প্রমুখ।