ইসলামপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নে সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও এলাকাবাসীদের নিয়ে জেন্ডার বিষয়ে এলাকাবাসীদের সম্পৃক্তকরণে সচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ১৯ জানুয়ারি কুলিয়া ইউনিয়নের দ্বিতীয় সাদিপাটি গ্রামের মোফাজ্জল মাস্টারের বাড়িতে এলাকাবাসীদের নিয়ে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্র“ভড নিউট্রিশন জেসমিন প্রকল্পের আওতায় জেন্ডার বিষয়ে এলাকাবাসীদের সম্পৃক্তকরণে সচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনায় গৃহস্থালির কাজে এবং শিশুদের লালন-পালনে পুরুষের অংশগ্রহণকে উৎসাহিত করা, পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ, অর্থনৈতিক কাজে নারীদের অন্তর্ভুক্তকরণ, পরিবারের সকল সদস্য মিলে পুষ্টিকর খাবার ভাগাভাগি করে খাওয়া, পারিবারিক সহিংসতা কমিয়ে আনা/প্রতিরোধ করা বাল্যবিয়ে, শিশু নির্যাতন, স্বামী-স্ত্রীর ঝগড়া বিবাদ ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার, সাদিপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, মোশারফ হোসেন মাদ্রাসার কারী মোহাম্মদ আঃ জলিল, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের উপজেলা কো-অডিনেটর বিজন কুমার দেব, জেন্ডার ডিজাস্টার এন্ড ক্লাইমেট চেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেলসহ আরো অনেকে।