ইসলামপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: দুইটি ভাটা সিলগালা ও ৪লাখ টাকা জরিমানা – দৈনিক আজকের জামালপুর

ইসলামপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: দুইটি ভাটা সিলগালা ও ৪লাখ টাকা জরিমানা – দৈনিক আজকের জামালপুর




ইসলামপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: দুইটি ভাটা সিলগালা ও ৪লাখ টাকা জরিমানা – দৈনিক আজকের জামালপুর


oplus_2

ওসমান হারুনী : জামালপুরের ইসলামপুরে যৌথ বাহিনী সহযোগিতায় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে পৌর এলাকার হিয়া ও সদাগর ব্রিক্স নামে দুইটি ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা ও ৪লাখ টাকা জরিমানা করেছে। জানা যায়, ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজোয়ান ইফতেকার ও জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শুকুমার সাহার নেতৃত্বে একটি যৌথ বাহিনীর টিম মঙ্গলবার পৌর শহরের দক্ষিণ দরিয়াবাদ মেসার্স হিয়া ব্রিকস ও পলবান্ধা গোরস্থান মোড়ে মেসার্স সদাগর ব্রিকসে এই অভিযান পরিচালনা করেন। এসময় মোবাইল কোর্টের দায়িত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজোয়ান ইফতেকার দুইটি ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ সংশোধন আইনে এর ১৯ এর ৫/১ধারা অনুযায়ী ১৫/১(খ)এর ধারা মোতাবেক অবৈধ ভাবে ইট প্রস্তুত করার দায়ে দুইটি ভাটায় সর্বমোট ৪লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও ইট ভাটার চুল্লি ভেঙ্গে দেয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে প্রস্তুতকৃত ইট নষ্ট করে ভাটা দুইটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এসময় মোবাইল কোর্টের দায়িত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজোয়ান ইফতেকার জানান,পরিবেশে রক্ষায় প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে ইসলামপুরে অন্যান্য ইটভাটাও অভিযান পরিচালনা করা হবে।


Explore More Districts