ইসলামপুরের প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান – দৈনিক আজকের জামালপুর

ইসলামপুরের প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান – দৈনিক আজকের জামালপুর




ইসলামপুরের প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান – দৈনিক আজকের জামালপুর



ইসলামপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড ও প্রধান শিক্ষকদের নবম গ্রেডের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষকরা। গতকাল বুধবার ২ অক্টোবর বিকালে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সকল উপজেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আনিসুর রহমানের সভাপতিত্বে এতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি সৈয়দ মাসুদ রাজা, সাধারণ সম্পাদক সোলাইমান, প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকরিপি প্রদান করেন শিক্ষক প্রতিনিধিদল।


Explore More Districts