ইসরায়েলকে বয়কট করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ – DesheBideshe

ইসরায়েলকে বয়কট করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ – DesheBideshe

ইসরায়েলকে বয়কট করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ – DesheBideshe

তেল আবিব, ০৩ ডিসেম্বর – ইহুদিবাদী ইসরায়েল থেকে আসা নতুন রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো আর পর্যালোচনা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। সম্প্রতি এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, তারা বর্তমানে ইসরায়েলের পক্ষ থেকে পাঠানো কোনো আবেদন বিবেচনা করছে না। এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে একটি ইসরায়েলি প্রতিষ্ঠান।

কিডনি দানকে উৎসাহদানকারী ইসরায়েলি প্রতিষ্ঠান মাতনাত চাইম গিনেস রেকর্ডসের কাছে একটি নতুন আবেদন জমা দেওয়ার পরই এই সিদ্ধান্ত আসে। সংস্থাটি ফিলিস্তিনি ভূখণ্ডে মোট ২ হাজার জন দাতাকে সংগঠিত করেছে, যারা অপরিচিত মানুষদের কিডনি দান করেছেন। এই দাতাদের একটি গ্রুপ ছবি তুলে রেকর্ডের জন্য আবেদন করেছিল সংস্থাটি।

ইসরায়েলি চ্যানেল এন১২ এর প্রতিবেদন অনুযায়ী, গিনেস কর্তৃপক্ষ হঠাৎই এই প্রক্রিয়া স্থগিত করে ইমেইলে জানায় যে তারা বর্তমানে ইসরায়েল বা ফিলিস্তিনি ভূখণ্ড থেকে রেকর্ড আবেদন প্রক্রিয়াকরণ করছে না।

গিনেসের এই সিদ্ধান্ত দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর ও গাজাকেও প্রভাবিত করছে বলে জানানো হয়েছে। মাতনাত চাইম-কে পাঠানো চিঠিতে গিনেস কর্তৃপক্ষ সরাসরি উল্লেখ করে—আমরা বর্তমানে ইসরায়েল থেকে রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো পর্যালোচনা করছি না।

ব্রিটেনভিত্তিক রেকর্ড সংরক্ষণকারী প্রতিষ্ঠানটি তাদের আবেদন প্রত্যাখ্যান করায় ইসরায়েলি চ্যানেল ১২ উল্লেখ করে, ইসরায়েলি প্রতিষ্ঠানটি গিনেসের এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে। যদিও এই বিষয়ে গিনেস কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৩ ডিসেম্বর ২০২৫



Explore More Districts