ইসরাইলের নিরাপত্তাপ্রধান রোনেন বার বরখাস্ত – DesheBideshe

ইসরাইলের নিরাপত্তাপ্রধান রোনেন বার বরখাস্ত – DesheBideshe



ইসরাইলের নিরাপত্তাপ্রধান রোনেন বার বরখাস্ত – DesheBideshe

তেল আবিব, ২১ মার্চ – ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির নিরাপত্তা বাহিনীর প্রধান রোনেন বারকে বরখাস্ত করেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পূর্বাভাস দিতে ব্যর্থতার দায়ে তাকে বরখাস্ত করা হয়। খবর বিবিসির।

এ আদেশ অনুমোদনের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলি মন্ত্রিসভা বৈঠক করে। বৈঠকে রোনেন বারকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করার অনুমোদন দেওয়া হয়। ফলে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধান হিসেবে তার কর্মজীবন শেষ হচ্ছে। ২০২১ সালের অক্টোবরে পাঁচ বছরের জন্য দেশের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত হন তিনি।

বৈঠকের আগে নেতানিয়াহু তার সরকারের সদস্যদের কাছে একটি চিঠি পাঠান। সেখানে প্রধানমন্ত্রী এবং বারের মধ্যে পেশাদার এবং ব্যক্তিগত আস্থার ক্রমাগত ক্ষতি উল্লেখ করা হয়। এ ছাড়া বারের অদক্ষতা এবং ব্যর্থতার বর্ণনাও তাতে সংযুক্ত ছিল। এ জন্য তার চাকরির মেয়াদ এপ্রিলে শেষ করার প্রস্তাব করা হয়।

এর আগে নেতানিয়াহু রোববার একটি ভিডিও বিবৃতিতে বারকে বরখাস্ত করার ইচ্ছার কথা ঘোষণা করেন। দুই ব্যক্তির মধ্যে চলমান অবিশ্বাস সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেন নেতানিয়াহু। অপরদিকে বার তাকে ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।

ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারাও নেতানিয়াহুর এই পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। যুক্তি দিয়েছেন, বরখাস্তের আদেশ মূল্যায়ন না করা পর্যন্ত বারকে চাকরিচ্যুত করা যাবে না। তবে গালি বাহারভকে নেতানিয়াহু তেমন পাত্তা দেন না। নেতানিয়াহুর কট্টর সমালোচক হওয়ায় গালি বাহারভ গাজা যুদ্ধ শুরুর পর থেকে কোণঠাসা। বর্তমানে তিনি নিজেও বরখাস্তের শঙ্কার মুখোমুখি।

শিন বেট হলো ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এবং যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর কার্যক্রম এবং সদস্যপদ রাষ্ট্রীয় গোপনীয়তা হিসেবে ঘনিষ্ঠভাবে রক্ষিত। গাজা যুদ্ধে সফলতায় শিন বেটের বেশ ভূমিকা রয়েছে। বিশেষ করে হামাস নেতাদের চিহ্নিত এবং অবস্থান শনাক্তে সংস্থাটির সাফল্য অভূতপূর্ব।

সূত্র: কালবেলা
আইএ/ ২১ মার্চ ২০২৫



Explore More Districts