ইসকনের পতাকা ইস্যুতে মামলা, বিএনপি নেতা ফিরোজ খান অব্যাহতি – Chittagong News

ইসকনের পতাকা ইস্যুতে মামলা, বিএনপি নেতা ফিরোজ খান অব্যাহতি – Chittagong News

চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে হিন্দুধর্মীয় ইসকনের গেরুয়া পতাকা উত্তোলন করে জাতীয় পতাকা অবমাননার ঘটনায় দায়ের করা মামলার বাদী মো. ফিরোজ খানকে বিএনপির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মোহাম্মদ ফিরোজ খান চান্দগাঁও থানা বিএনপির ৫ নম্বর মোহরা ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। তাকে দলীয় নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান চান্দগাঁও থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আজম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া

 

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির অনুলিপি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছেও পাঠানো হয়।

 

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে মোহাম্মদ ফিরোজ খান চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে ইসকনের গেরুয়া পতাকা উত্তোলনের ঘটনায় ইসকন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার ধর ওরফে চিম্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে প্রধান আসামি করে মোট ১৯ জনের নামে মামলা করেন। এ মামলায় পেনাল কোডের ১২০ খ ধারা মতে অপরাধ ও ষড়যন্ত্র, ১২৪ ক ধারামতে রাষ্ট্রদ্রোহ, ১৫৩ ধারামতে দাঙ্গার জন্য উত্তেজনা সৃষ্টি এবং ১০৯ ধারামতে প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।

এআরই/এমভি/সিটিজিনিউজ

Explore More Districts