ইসকনকে ‘র’ এর এজেন্ট ও জঙ্গি সংগঠন বলায় মাহমুদুর রহমানের ক্ষমা দাবি ইসকনের – Chittagong News

ইসকনকে ‘র’ এর এজেন্ট ও জঙ্গি সংগঠন বলায় মাহমুদুর রহমানের ক্ষমা দাবি ইসকনের – Chittagong News

বাংলাদেশে অবস্থিত আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-কে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর এজেন্ট ও জঙ্গি সংগঠন হিসেবে আখ্যা দেওয়ায় সাত দিনের মধ্যে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ইসকন। ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেওয়া এবং কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

আজ শনিবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইসকন সম্পর্কে প্রচারিত বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বক্তব্য ও সংবাদের প্রতিবাদ শীর্ষক সংবাদ সম্মেলনে ইসকন বাংলাদেশের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ইসকনের পক্ষ থেকে বক্তারা বলেন, আমরা সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে জানতে পেরেছি, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ইসকনকে জঙ্গি সংগঠন এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর এজেন্ট হিসেবে উল্লেখ করেছেন। তিনি আমাদের ছাত্রলীগের সঙ্গে জড়িয়েছেন। মাহমুদুর রহমানকে এসব অভিযোগ প্রমাণ করতে হবে। প্রমাণ করতে না পারলে জাতির সামনে ক্ষমা চাইতে হবে।

লিখিত বক্তব্যে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রী চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, সম্প্রতি আমরা দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের পক্ষ থেকে আমাদের সংগঠনের বিরুদ্ধে ভিত্তিহীন ও অসত্য হুমকি এবং নিষেধাজ্ঞার আহ্বানের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছি। তার এ বক্তব্য শুধু আমাদের সংগঠনকেই আঘাত করেনি, বরং এটি বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ইসকন আরও উল্লেখ করে, আমাদের বিশ্বাস, এ ধরনের অযাচিত ও ভিত্তিহীন মন্তব্য দেশের শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ক্ষতিকর। মাহমুদুর রহমান যদি তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চান, আমরা তাকে সাধুবাদ জানাব। অন্যথায় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপসহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

সংগঠনটি আরও জানায়, সম্প্রতি বিভিন্ন মহল ইসকন বাংলাদেশকে নিয়ে বিভ্রান্তিকর গুজব ছড়াচ্ছে। সংবাদ সম্মেলনে জাতীয় পতাকা অবমাননা সংক্রান্ত অভিযোগের ভিত্তিহীনতা ও বিভ্রান্তি নিয়েও বক্তব্য তুলে ধরা হয়।

এআরই/এমভি/সিটিজিনিউজ

Explore More Districts