ঢাকা, ১৯ মে – বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে দ্রুত শপথ গ্রহণের ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সোমবার (১৯ মে) বিকেলে সিলেটে শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিভাগের চার জেলার বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ঢাকার রাজপথে জনগণ কয়েক দিন ধরে নগরভবন তালাবদ্ধ করে রেখেছে। আদালতের রায় মেনে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, যেখানে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করা হয়েছে। এরপরও তাকে শপথ পড়ানো হচ্ছে না, নানা টালবাহানা চলছে। এটা কী আইনের শাসন?
সরকারকে উদ্দেশ্য করে সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা সব সময় সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। তবে এর মানে এই নয় যে, আমরা আপনাদের দাসখত দিয়ে দিয়েছি—আপনারা যা বলবেন, আমরা তা করব। সেটা কখনোই হতে পারে না।
তিনি আরও বলেন, আমি আহ্বান করছি অতি অল্প সময়ের মধ্যে পারলে আজ-কালকের মধ্যে নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানো হোক। অন্যথায় এ বিষয়কে কেন্দ্র করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সালাহউদ্দিন আহমেদ উপদেষ্টাদের উদ্দেশ্য করে বলেন, আপনারা যে রাস্তায় আগাচ্ছেন সেটি অগণতান্ত্রিক রাস্তায় আগাচ্ছেন। আপনারা কথা বলছেন গণতন্ত্রের বিপরীত ভাষায়। আপনারা যা করছেন তা আইনের শাসনের বিপরীত।
প্রদান উপদেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, কিছু উপদেষ্টা দেশে বিশৃঙ্খলা তৈরি ও অস্থিরতা তৈরি করতে চায় তাদের সম্পর্কে আমরা তাকে জানিয়েছি। সেই বিষয়ে ব্যবস্থা নেন যাতে দেশের মধ্যে কেউ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা না করতে পারে। আপনি সবার সম্মানিত ব্যক্তি, আপনি সেই ব্যবস্থা নেবেন। অন্যথায় আপনার সম্মান রক্ষা হবে কি-না আমরা সেটি নিয়ে সন্দিহান।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৯ মে ২০২৫