১৯ October ২০২৫ Sunday ১১:৪৭:৫৩ PM | ![]() ![]() ![]() ![]() |
মোঃ আলহাজঃ বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানিক টিমের ওপর আবার ও হামলা চালিয়েছে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ নিধনকারী জেলেরা।রবিবার(১৯অক্টোবর) বিকেলে উপজেলার ধুলখোলা ইউনিয়ন সংলগ্ন মূল মেঘনা নদীতে এ হামলার ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমসহ কমপক্ষে ১৫ জন। আত্নরক্ষার্থে কোস্ট গার্ড ৮ রাউন্ড ফাঁকা গুলি করেছেন।আহতদেরকে উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলম জানান, দুটি স্পীড বোটে আমরা মেঘনায় অভিযানে যাই। বিকেল সাড়ে ৩ টার দিকে ধুলখোলা ইউনিয়ন সংলগ্ন মূল মেঘনা নদীতে পৌঁছালে অবৈধভাবে মা ইলিশ শিকারের ২০ টি ট্রলার অভিযানিক টিমের স্পীড বোট ধাওয়া করে।

এক পর্যায়ে অভিযানিক টিমের ওপর এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে জেলেরা।জেলেদের ট্রলারের সবার হাতে বাঁশের লগি বৈঠা ও লাঠি ছিল। প্রতিটি ট্রলারে কমপক্ষে ২০ জন করে লোক ছিল।
তিনি আরও জানান, হামলাকারীদের মোকাবেলা করতে কোস্ট গার্ডের সদস্যরা ৮ রাউন্ড ফাঁকা গুলি করেছেন। একপর্যায়ে সেখান থেকে অভিযানকারী টিম কোনোরকম ফিরে আসে।হামলায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলম ও স্পীড বোটের ড্রাইভার সোহেলসহ ১৫ জন আহত হয়েছেন।মা ইলিশ রক্ষা অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ।উল্লেখ্য:৭ অক্টোবর আলিগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে হামলা করে জেলেরা। এতে উপজেলা মৎস্য কর্মকর্তা ও ৫ জন কোস্টগার্ডের সদস্য আহত হয়েছেন। হামলার সাথে জড়িত ৭ জেলকে আটক করা হয়েছিল।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |