ইরান পরমাণু চুক্তিতে রাজি না হলে বোমা হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প – DesheBideshe

ইরান পরমাণু চুক্তিতে রাজি না হলে বোমা হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প – DesheBideshe



ইরান পরমাণু চুক্তিতে রাজি না হলে বোমা হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প – DesheBideshe

ওয়াশিংটন, ৩১ মার্চ – ইরান পরমাণু চুক্তি না করলে দেশটিতে যুক্তরাষ্ট্র বোমাবর্ষণ করবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি টিভি-কে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই কথা জানিয়েছেন।

বিপরীতে ইরান জানিয়েছে, তারাও ক্ষেপণাস্ত্র তৈরি করে রেখেছে।

মূলত ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু চুক্তি এখনও বিশ বাঁও জলে। এরও আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছিলেন, আমেরিকার সঙ্গে এই চুক্তি নিয়ে সরাসরি আলোচনা হতে পারে না। রোববার তার প্রত্যুত্তরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর বোমাবর্ষণ এবং অতিরিক্ত শুল্ক চাপানোর হুমকি দেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসিকে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আমেরিকার আলোচনা চলছে। তবে আলোচনা ফলপ্রসূ না হলে “বোমাবর্ষণ” করা হবে। তিনি বলেন, “আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ না হলে বোমা নিক্ষেপ করা হবে।”

এমনকি, এই আক্রমণের তীব্রতা অভূতপূর্ব হবে বলেও জানিয়েছেন তিনি।

এখানেই শেষ নয়। তাদের সঙ্গে চুক্তি না হলে অতিরিক্ত শুল্কও চাপানো হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, “আমি চার বছর আগে যে শুল্ক চাপিয়েছিলাম আবার তা ফিরিয়ে আনব”। তিনি মনে করিয়ে দেন, এর ফলে চাপের মুখে পরবেন সাধারণ ক্রেতারা।

এদিন এয়ার ফোর্স ওয়ান ক্যাম্পে ট্রাম্প আরও বলেন, “আমরা আলোচনার জন্য আর সপ্তাহ দুয়েক সময় দেব। তাতে কাজ না হলে আমরা চাপ সৃষ্টি করব। আজ থেকে ছয় বছর আগেও আমি তাই করেছিলাম। তাতে কাজ হয়েছিল।”

অন্যদিকে ইরান তাদের অবস্থানে আপাতত অনড়। রোববার ইরানের এক টিভি চ্যানেলে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, “আমেরিকার সঙ্গে এই চুক্তি নিয়ে সরাসরি কথা বলবে না তেহরান। তবে পরোক্ষ আলোচনার সুযোগ রয়েছে।”

তিনি আরও জানান, “আমরা আলোচনায় বসতে সবসময়ই প্রস্তুত। কিন্তু আগের বিশ্বাসভঙ্গের কারণে আমরা সন্দিহান”।

ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনিও পরোক্ষ আলোচনার পক্ষে বলে জানিয়েছেন তিনি।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩১ মার্চ ২০২৫



Explore More Districts