ইরাক সরকারের প্রতি কাতেব হিজবুল্লাহর ওই অনুরোধের পরিপ্রেক্ষিতে জোলানি পাল্টা এই আহ্বান জানান। ভিডিও বার্তায় জোলানি ইরাকের প্রধানমন্ত্রীকে সিরিয়ায় বর্তমানে যা ঘটছে তাতে না জড়ানোর অনুরোধ করেন। তিনি হুঁশিয়ারি ব্যক্ত করে শিয়া আল-সুদানির উদ্দেশ্যে বলেন, ‘ সিরিয়ায় যা ঘটছে তাতে হস্তক্ষেপ করা থেকে হাশেদ আল-শাবিকে বিরত রাখুন।’
জোলানি তাঁর ভিডিও বার্তায় বলেন, সিরিয়ার চলমান যুদ্ধে ইরাকে অনেকে ভয়ে আছেন। এর মধ্যে অনেক রাজনীতিকও রয়েছেন, যাঁরা মনে করছেন সিরিয়ার চলমান পরিস্থিতি ইরাক পর্যন্ত গড়াবে। অথচ তাঁদের এই ধারণা শতভাগ ভুল।