স্টাফ রিপোর্টার : ফরিদপুরে ৯৯৫ পিচ ইয়াবা ও ১২ বোতল ফেনসিডিলসহ আরিফ মীর ওরফে ছোট বাবু (৩০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক হওয়া ছোট বাবুকে শুক্রবার (০২ জুন) দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (০১ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ফরিদপুরের শহরের কাঠপট্টি স্টার ফার্নিচারের সামনের পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটক বাবু ফরিদপুর জেলা সদরের ডোমরাকান্দি এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতয়ালী জোন) মো. রাকিবুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরিফ মীর ওরফে ছোট বাবুকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ৯৯৫ পিচ ইয়াবা ও ১২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
ডিবির ওসি জানান, আটককৃত বাবু চট্টগ্রাম থেকে পাইকারি দামে ইয়াবা ও চুয়াডাঙ্গা থেকে ফেনসিডিল কিনে এনে ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করেন। সে সুকৌশলে এসকল মাদক ক্রয়-বিক্রয় করে থাকেন। তাই পুলিশের চোখ বারবার এড়িয়ে যেতেন। এছাড়া মাদক কেনা-বেঁচা সংক্রান্ত সব কথা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলতেন। যাতে কোনো ডকুমেন্টস আইনশৃঙ্খলা বাহিনীর কাছে না যায়।