ইমরানে মুক্তিতে ক্ষুব্ধ পাক সরকার! দেশে জরুরি অবস্থা জারির দাবি মন্ত্রিসভার

ইমরানে মুক্তিতে ক্ষুব্ধ পাক সরকার! দেশে জরুরি অবস্থা জারির দাবি মন্ত্রিসভার

লাহোর: সুপ্রিম কোর্টের নির্দেশের পরে স্বস্তি পেয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এদিন হাইকোর্টেও বাকি মামলাগুলি থেকে জামিন পেয়ে যান তিনি। অন্যদিকে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে শেহবাজ শরিফ সরকার। ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে পাকিস্তানে জরুরি অবস্থা জারি করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে পিডিএম দলের প্রধানদের মধ্যে বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ইমরান খানের সমর্থকরা আইন লঙ্ঘন করেছেন। সরকারি সম্পত্তির ক্ষতি করে পিটিআইয়ের লোকজন সন্ত্রাস করছে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, পিটিআই সমর্থকরা লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে। এরা দেশের শত্রুর মতো সরকারি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।

 

তিনি বলেন, শত্রুরা যা করতে পারেনি পিটিআই তা করেছে। আইন অনুযায়ী ইমরানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে NAB। আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইমরান দেশ জ্বালানোর কাজ করেছেন।

মন্ত্রিসভার বৈঠকে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, আগের সরকারগুলোর কারণে আমরা কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা মূল্যস্ফীতির বিষয় হোক বা গতকালের উপদ্রব হোক তা আপনারা জানেন। ইমরান খান নাকি বলেছেন, আমেরিকার ষড়যন্ত্রে এই সরকার গঠিত হয়েছে।

আরও পড়ুন,  মিনিটে মিনিটে শক্তি বাড়াচ্ছে ‘মোকা’! কোথায় করছে ল্যান্ডফল, বাংলায় কতটা প্রভাব

আরও পড়ুন, প্রাথমিকে একসঙ্গে ৩৬ হাজার চাকরি বাতিল! নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ‘পিটিআই পাকিস্তানে বিপর্যয় সৃষ্টি করেছে। আজ যদি এনএবি সঠিক মামলা করে থাকে, তাহলে ইমরানকে বাঁচাতে আদালত প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। সারা বিশ্বের কোথাও পাকিস্তানে এর নজির পাওয়া যায় না।

Published by:Suvam Mukherjee

First published:

Tags: Imran Khan

Explore More Districts