ইভিএমে কারচুপির সুযোগ নেই-ইসি রাশেদা সুলতানা
আমরা ইভিএম নিয়ে বহু গবেষণা করেছি বহু পরীক্ষা চালিয়ে দেখেছি কারচুপির কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।
বৃহস্পতিবার (২২ডিসেম্বর) রসিক নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
ইসি রাশেদা সুলতানা বলেন, প্রিজাইডিং অফিসারদের সাবধান থেকে নীতি নৈতিকতার মধ্যে থেকেই কাজ করতে হবে। প্রত্যেককে আইনের বই দেয়া আছে সেটি ভালো করে পড়বেন সে অনুযায়ী কাজ করবে। বুথের ভিতরে কেউ প্রবেশ করে যদি ক্ষমতা খাটায় এরকম পরিস্থিতির সৃষ্টি হলে তাদেরকে বের করে দিবেন। তারা বের না হলে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে তাদেরকে ডাকবেন ম্যাজিস্ট্রেট থাকবে তাদের ডাকবেন ডেকে তাদের হাতে সোপর্দ করবেন এটাই হলো প্রিজাইডিং অফিসারদের কাজ বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, যাদের হাতের আঙ্গুলের ছাপ ম্যাচ করবে না আমাদের জানাবেন কেন্দ্রে কেন্দ্রে লোক থাকবেন তারা বিষয়টি দেখবেন। ইভিএম মেশিন রক্ষণাবেক্ষণের জন্য আমাদের টেকনিক্যাল টিমের সদস্যরা থাকবেন তবে কার্ড ধারী যারা তারাই শুধু ভিতরে প্রবেশ করবেন এছাড়া বাকিদের ঢুকতে দিবেনা প্রিজাইডিং অফিসার।
নিরাপত্তার বিষয়ে ইসি রাশেদা সুলতানা বলেন, ভোটারের নিরাপত্তায় কোন ঘাটতি থাকবে না। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ আনসার, পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যরা মোতায়েন থাকবে। কোন বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। আইনে কাঠামোর মধ্যে যে বিধান আছে সে অনুযায়ী সব লোক মোতায়ন করা আছে।
ইভিএমের প্রস্তুতি প্রসঙ্গে বলেন, ইভিএম মেশিন সব চলে আসছে এবং প্রত্যেকটি ইভিএম মেশিনের কাস্টমাইজেশনও শেষ হয়েছে। ভোট সুষ্ঠু করতে যা করা প্রয়োজন আমরা সব করব।