২০ April ২০২৫ Sunday ৮:৩৭:৩২ PM | ![]() ![]() ![]() ![]() |
পটুয়াখালী প্রতিনিধি:

জাতীয়করণসহ ছয় দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা।
আজ রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট।
মানববন্ধন চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মো. আল-আমিন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. রোকনুজ্জামান হিরন।
সমাবেশে বক্তারা বলেন, “স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। সরকার পূর্বে জাতীয়করণের ঘোষণা দিলেও এখনো তা বাস্তবায়ন না হওয়ায় শিক্ষক সমাজ চরম হতাশায় ভুগছে। আমরা অবিলম্বে ছয় দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
বক্তারা আরও জানান, “যদি আগামী ১২ মে’র মধ্যে দাবি পূরণ না হয়, তবে ১৩ মে জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহত্তর কর্মসূচি পালনের মাধ্যমে দেশব্যাপী আন্দোলন আরও জোরদার করা হবে।”
শিক্ষকদের ছয় দফা দাবিগুলো হলো, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাসমূহ জাতীয়করণ, রেজিস্ট্রেশন স্থগিতাদেশ প্রত্যাহার, প্রতিষ্ঠানসমূহকে শিক্ষা মন্ত্রণালয়ের কোড প্রদান, আলাদা নীতিমালা প্রণয়ন, অফিস সহায়ক নিয়োগ, প্রাক-ইবতেদায়ী শ্রেণির অনুমোদন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |