ইফতারের সময়ে ঝালকাঠি শহরে ডাকাতির চেষ্টা, রুখে দিল জনতা 

ইফতারের সময়ে ঝালকাঠি শহরে ডাকাতির চেষ্টা, রুখে দিল জনতা 

৯ March ২০২৫ Sunday ৯:৪৪:২৬ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধি:

ইফতারের সময়ে ঝালকাঠি শহরে ডাকাতির চেষ্টা, রুখে দিল জনতা 

ঝালকাঠি শহরের ডাক্তার পট্টিতে ইফতারের সময়ে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে টের পেয়ে এলাকার লোকজন রুখে দিতে পেরেছেন। 

রোববার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে একটি নীল রংয়ের পিকআপ ভ্যান ডাক্তার পট্টিতে এসে থামে। ১০ মিনিট যেতে না যেতে বাজারে ঢোকার রাস্তায় একটি জুয়েলারি দোকানের সাঁটারের তালা কাটার চেষ্টা করেন কয়েকজন। বিষয়টি টের পেয়ে এলাকার লোকজন ডাকাত সন্দেহ করে তাদের ঘিরে ধরেন।  

ডাকাতদল অবস্থা বেগতিক দেখে ‘হাতবোমা’র বিস্ফোরণ ঘটাতে ঘটাতে ওই পিকআপ ভ্যানে উঠে বেপরোয়া গতিতে চাঁদকাঠি হয়ে বরিশালের দিকে চলে যায়।  

এদিকে পুলিশ প্রশাসন গাড়ির পিছু নিয়ে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করলে সেখানেও হাতবোমা ফাটিয়ে বরিশালের দিকে ছুটে যায় ডাকাতদল। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, সন্ধ্যায় ইফতারের জন্য সবাই যে যার মতো ব্যস্ত ছিলেন। সেই সুযোগে ডাকাতির পরিকল্পনা ছিল। কিন্তু তা স্থানীয়দের সচেতনতার কারণে সম্ভব হয়নি। আমরা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ডাকাতদের শনাক্ত করার চেষ্টা করছি।  

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts