- নারায়ণগঞ্জ, লিড নিউজ, শহর
- চাঁদ দেখা গেছে, রোজা শুরু
ইপিজেড দখল নিয়ে সংঘর্ষ; নিজের সাফাই গেয়ে সাগরের সংবাদ সম্মেলন
- আপডেট টাইম : মার্চ, ৮, ২০২৫, ৯:৪২ অপরাহ্ণ
- 31 পড়েছেন
নারায়নগঞ্জ প্রতিদিন:
গত পাচ আগষ্টের পর রাজনৈতিক পট পরিবর্তনের পরে সারাদেশে চলে লুটপাট ও দখল বানিজ্যের প্রতিযোগীতা। সেই প্রতিযোগীতায় সবচেয়ে এগিয়ে রয়েছে নারায়ণগঞ্জ জেলার বেশ কয়েকজন বিএনপি নেতা। এই আল্প সময়ে করেছেন বাড়ি , গাড়ি ও ব্যাংক ভ্যালেন্স। এদিকে জেলার সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড এলাকায় একছত্ৰ আধিপত্য ও প্রতিষ্ঠান দখলে রেখেছে সাবেক ছাত্রদল নেতা রাকিবুর রহমান সাগর। অন্য কেউ যাতে ইপিজেডে ব্যবসা করতে না
পারে সে জন্য তৈরি সাগরের নেতৃত্বে রয়েছে বাহিনী।
এদিকে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সাবে সভাপতি মতিউর রহমান মতির ভাতিজা পরিচয়দানকারী সাগর সুকৌশলে ইপিজেড এলাকায় মতির রাজত্ব পাহারা দেয়ার অভিযোগ রয়েছে । এরি ধারাবাহিকতায় গত ৬ মার্চ দুপুরে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর এবং নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন গ্রুপের মধ্যে দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দেশী য় অস্ত্রের পাশাপাশি ভাড়ি অস্ত্রের ব্যবহার করতে দেখা গেছে । এই সংঘর্ষে সাংবাদিক সহ অন্তত ১০/১২ জন আহত হয়। এসময় সংঘর্ষকারীরা বেশ কয়েকটি মোটর সাইকেল পুড়িয়ে ফেলে।
গত কয়েকদিন যাবৎ আদমজী ইপিজেডে একটি পোশাক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করে আসছিলো। বৃহস্পতিবার দুপুরে মনির গ্রুপের সোহাগ নামে একজনকে মারধর করে সাগর গ্রুপের লোকজন। এর সূত্র ধরে বিকেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় সড়কে চলাচলরত সাধারণ যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এছাড়াও ইপিজেড এলাকায় এই ধরনের ভয়াবহ সংঘর্ষের কারনে আতংক বিরাজ করছে বলেও জানায় অনেকে।
এদিকে চতুর রাকিবুর রহমান সাগর নিজেকে বাচাতে নিজের সাফাই গেয়ে শনিবার সংবাদ সম্মেলন করেছে । এতে সে নিজেকে নির্দোষ অর্থাৎ ধোয়া তুলসিপাতা বানিয়ে জাহির করার চেষ্টা চালায়। অপরদিকে আদমজী ইপিজেডে তার নামে-বেনামে অন্তত দুই ডজন কারখানা চুক্তি রয়েছে বলে জানা গেছে । ইপিজেড এলাকায় সাগর ঝুট নিয়ন্ত্রন থেকে শুরু সকল কিছু তার আয়ত্তে বলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে ।