ইপিজেডে পাঁচ কারখানায় শ্রমিক বিক্ষোভের পর ছুটি – দৈনিক আজাদী

ইপিজেডে পাঁচ কারখানায় শ্রমিক বিক্ষোভের পর ছুটি – দৈনিক আজাদী

চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত প্যাসিফিক জিন্স ও তাদের চারটি সহযোগী কারখানার শ্রমিক-কর্মচারীরা প্রায় চার ঘণ্টা বিক্ষোভ করেছে। এরপর কারখানাগুলো ছুটি হয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইপিজেডের ৫ ও ৭ নম্বর সেক্টরে কারাখানাগুলোর বাইরে শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ করে। এ সময় প্রতিষ্ঠানগুলোতে কাজ বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, প্যাসিফিক জিন্স কারখানার শ্রমিকরা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে সকালে বিক্ষোভ শুরু করে। পরবর্তীতে তারা অন্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভ করে এবং সেখানকার শ্রমিকদের বের হয়ে আসতে বাধ্য করে। এসময় শ্রমিকদের দুইপক্ষের মধ্যে হাতহাতির ঘটনাও ঘটে।

ইপিজেড থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়া বলেন, প্যাসিফিকের শ্রমিকরা ইপিজেডের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে তাদের কারখানাগুলো ছুটি হয়ে যায়। খবর বিডিনিউজের।

চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান বলেন, প্যাসিফিক জিন্সের প্রতিষ্ঠানগুলোর দুইপক্ষের মধ্যে সমস্যা হয়েছে। একপক্ষ অপর পক্ষকে কাজ না করতে জোর করে রাস্তায় নামতে বলে। বিক্ষোভের পর কারখানাগুলোতে আর কাজ হয়নি।

গত ৯ অক্টোবর চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত প্যাসিফিক গ্রুপের শ্রমিক-কর্মচারীরা পুলিশের হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ করেছিল।

এ বছরের ফ্রেব্রুয়ারি মাসে শ্রমিকদের ২২ দফা দাবিকে কেন্দ্র করে প্যাসিফিক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ‘প্যাসিফিক ক্যাজুয়াল লিমিটেডের’ শ্রমিকরা বিক্ষোভ করে। সে সময় সংঘর্ষের ঘটনাও ঘটে। এর জেরে কারখানার দুটি ইউনিট বন্ধ করে দেয় মালিকপক্ষ।

Explore More Districts