ইন্দুরকানীতে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ

ইন্দুরকানীতে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ

১০ November ২০২৫ Monday ১০:২৩:৫৩ PM

Print this E-mail this


ইন্দুরকানী ((পিরোজপুর) প্রতিনিধি:

ইন্দুরকানীতে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ

পিরোজপুরের ইন্দুরকানীতে ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দকৃত জরুরি ত্রাণ (জিআর) চাল আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ইউপি সচিবের বিরুদ্ধে। ভূয়া মাস্টাররোল তৈরি করে এই চাল আত্মসাতের অভিযোগে গত ৩০ অক্টোবর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।

অভিযোগে বলা হয়, ইন্দুরকানী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পাড়েরহাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার এবং ইউপি সচিব মো. জিয়াউল হাসান পাড়েরহাট ইউনিয়নের জন্য বরাদ্দকৃত দুই টন জিআর চাল প্রকৃত উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে আত্মসাৎ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত জুন মাসে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাড়েরহাট ইউনিয়নের হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিতরণের জন্য দুই টন চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু চেয়ারম্যান ও সচিব যৌথভাবে তা বিতরণ না করে নিজেদের নিয়ন্ত্রণে রেখে আত্মসাৎ করেন। পরবর্তীতে বিষয়টি ধামাচাপা দিতে ভূয়া মাস্টাররোল তৈরি করে উপজেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ইউপি সচিব মো. জিয়াউল হাসান স্বীকার করেছেন যে মাস্টাররোল উপজেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে। তবে তিনি দাবি করেন, “নিয়ম মাফিক চাল বিতরণের পরই মাস্টাররোল জমা দেওয়া হয়েছে।”

অন্যদিকে, অভিযুক্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদারের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় অভিযোগকারীরা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts