ইতালিতে ভুয়া ভিসায় লোক পাঠিয়ে কোটি টাকার প্রতারণা

ইতালিতে ভুয়া ভিসায় লোক পাঠিয়ে কোটি টাকার প্রতারণা

প্রথমে লোভনীয় বেতনের চাকরির আশ্বাস দিয়ে মোটা টাকার চুক্তি হয়। বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নেয়া হয় সে চুক্তির অর্থ। এরপর ভিক্টিমকে ধরিয়ে দেয়া হয় ভুয়া ভিসা, আবার কখনো কখনো ভিক্টিমের পাসপোর্ট আটকে রেখে করা হয় হয়রানিও।

এমন অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রের সদস্য মিলন মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর শহরের চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি টিম। মঙ্গলবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার মিলন মিয়ার ফরিদপুর জেলার সালথা থানার ইসুবদিয়া গ্রামের মৃত কালাম মাতব্বরের ছেলে। তার বিরুদ্ধে গত ২ জুলাই পল্টন থানায় মামলা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্তে জানা যায়, ইতালিতে লোক পাঠানোর কথা বলে প্রায় শতাধিক ব্যক্তির কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে এ চক্রটি। প্রকৃত ভিসার বদলে দিয়েছে ভুয়া ভিসা। চক্রটির প্রতারণালব্ধ উক্ত অর্থ বেশকিছু অ্যাকাউন্টের মাধ্যমে গ্রহণ করার তথ্য প্রাথমিকভাবে পাওয়া যায়। এছাড়া ভুক্তভোগীদের পাসপোর্ট আটকে রেখে হয়রানি করার অভিযোগও রয়েছে প্রতারক চক্রটির বিরুদ্ধে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মিলন মিয়া জানিয়েছেন, ভিজিট ভিসায় ইতালিতে লোক নেয়ার কথা বলে ফরিদপুরের একজনের সাথে ২২ লাখ টাকার চুক্তি হয়। ভিক্টিমের কাছ থেকে ৭ লাখ টাকা অগ্রিম সংগ্রহ করা হয়। তার আরও বেশ কয়েকজন সহযোগী রয়েছে। মিলন মিয়া তাদের হয়ে বিভিন্ন এলাকা থেকে লোক সংগ্রহ করত। ভাগ্য বদলের আশায় যারা বিদেশে যেতে চাইতো এরকম লোকদেরকেই মূলত তারা টার্গেট করতো। ফরিদপুর, নড়াইল নরসিংদী, কিশোরগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রামসহ সারাদেশের বেশ কিছু জেলায় এ প্রতারক চক্রটির নেটওয়ার্ক রয়েছে। জনৈক জোসনা বেগম এবং মাহবুব নামীয় দুইজন ইতালি ও লিবিয়াতে লোক পাঠানোর মূল হোতা বলেও জিজ্ঞাসাবাদে জানা যায়।

সিআইডি জানিয়েছে, মিলন মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছেন। বর্তমানে ঘটনাটির তদন্ত কার্যক্রম সিআইডি, ঢাকা মেট্রো পূর্ব বিভাগ পরিচালনা করছে। মিলকে বিজ্ঞ আদালতে সোপর্দ ও রিমান্ডের আবেদনসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদ্‌ঘাটন, অজ্ঞাত অপরাপর সদস্যদের সনাক্ত ও গ্রেপ্তার করার স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

চাঁদপুর টাইমস ডেস্ক/ ১৬ সেপ্টেম্বর ২০২৫

Explore More Districts