ইকুয়েডরের বিপদজ্জনক শহর হিসেবে পরিচিত গুয়াকিলের একটি কারাগারে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৫ বন্দী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন।
বুধবার (১৩ নভেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইকুয়েডর জেল সার্ভিস এসএনএআই’র বরাত দিয়ে বিবিসি জানায়, গুয়াকিল শহরের এল লিটোরাল কারাগারে সংঘর্ষে কমপক্ষে ১৫ বন্দী নিহত এবং ১৪ জন আহত হয়েছে। মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটেছে। নিরাপত্তা কর্মীরা এখন কারাগারের নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রাঙ্গণে তল্লাশি চালাচ্ছে। কী কারণে এই মারাত্মক ঘটনা ঘটেছে সেটা জানতে তদন্ত করা হচ্ছে।
তবে কর্তৃপক্ষ এখনও নিহতদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
বিবিসি জানায়, এর আগেও এই কারাগারটিতে এমন সহিংসতার ঘটনা ঘটেছে। ২০২১ সালের সেপ্টেম্বরে সংঘর্ষে ১২০ জনেরও বেশি বন্দী নিহত হয়েছিল। ওই মাসেই এল লিটোরালের পরিচালক মারিয়া ড্যানিয়েলা ইকাজাকে তার গাড়ির মধ্যে গুলি করেছে হত্যা করেছে বন্দুকধারীরা।
কারাগারে ইকুয়েডরের সবচেয়ে ভয়ংকর গ্যাংয়ের কিছু সদস্য রয়েছে। যারা অনেক ক্ষেত্রে কারাগারের আড়ালে থেকে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।