ইউরোপ-জাপান-চীনের মতো হবে বাংলাদেশ- পরিকল্পনামন্ত্রী

ইউরোপ-জাপান-চীনের মতো হবে বাংলাদেশ- পরিকল্পনামন্ত্রী

শান্তিগঞ্জ ও জগন্নাথপুর অফিস
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বাংলাদেশ কখনো শ্রীলংকা হবে না, হওয়ার আশঙ্কা নেই। এই নিয়ে কোনো ভয় নেই। বাংলাদেশ এখন ইউরোপ-জাপান-চীন হবে। গত একবছর ধরে কিছু লোক মানুষকে নানাভাবে উস্কানি দিয়ে যাচ্ছে। এসব উস্কানি দিয়ে লাভ হবে না।
রোববার বেলা সাড়ে ১১টায় শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজ মিলনায়তনে পরিকল্পনামন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে হতদরিদ্রের মাঝে আর্থিক অনুদান প্রদানকালে এসব কথা বলেন তিনি।
‘আন্তর্জাতিকভাবে দেশ একঘরে হয়ে গেছে’ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি’র এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, এক ব্যক্তির কথায় দেশ একঘরে হয়ে যায় না। জাতিসংঘই জানে না বাংলাদেশ একঘরে হয়ে গেছে, রিজভি কীভাবে জানেন? আমরা বিশ্ব সমাজে আছি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, আগামী সংসদ নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। এর আগেও সুষ্ঠু নির্বাচন হয়েছে। তবে যদি কেউ নির্বাচনকে সামনে রেখে বিশৃঙ্খলা, মারামারি ও অগ্নিকা- করতে চায় তাদের প্রতিহত করা হবে। এলাকার মানুষ তাদের প্রতিহত করবে।
বিদ্যুৎ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদ্যুৎ সমস্যা অনেক কমে গেছে। আগের মতো দেশে লোডশেডিং নেই। ১০ লাখ টন কয়লা বন্দরে এসেছে। বন্দরে কয়লার জাহাজের ভিড় লেগে গেছে। আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। বিএনপি একটি ঘরেও বিদ্যুৎ দিতে পাওে নি, তাই তারা বিভ্রান্তি ছড়ায়।
পেঁয়াজের দামবৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছিল। আমরা সেটা কমিয়ে দিয়েছি। এখন কেউ যদি দ্রব্যমূল্যের দাম বাড়াতে যায়, আমরা ব্যবস্থা নেব। প্রয়োজনে পণ্য আমদানী করে কম দামে বাজারে বিক্রি করবো।
মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, টিউবওয়েল দিয়েছে, ল্যাট্রিন দিয়েছে, ঘর দিয়েছে। বিএনপি সরকারে থাকাকালে এগুলো কি দিতে পেরেছে? তাদেরকে আমি চ্যালেঞ্জ করছি পারলে প্রমাণ করুক।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. আনোয়ার উজ্ জামানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু।
এরপর শান্তিগঞ্জ উপজেলার ৪১৭ জন হতদরিদ্রের মাঝে ১২৭০ টাকা করে মোট ৫ লক্ষ টাকা তুলে দেন অতিথিরা।
সকল দলের অংশগ্রহণে নির্বাচন চায় আ.লীগ
এদিকে বিকালে জগন্নাথপুর উপজেলার আবদুস সামাদ আজাদ মিলনায়তনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান’র স্বেচ্ছাধীন তহবিলের নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় তিনি বলেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। সকল দলের অংশগ্রহণে নির্বাচন হোক আমরা চাই। তবে কেউ যদি নির্বাচনে অংশ না নেয় নির্বাচন আটকে থাকবে না। বিশৃঙ্খলা করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম’র সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, পরিকল্পনামন্ত্রীর জ্যেষ্ঠপুত্র ব্যাংকার শাহাদাৎ মান্নান অভি, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন প্রমুখ।
শেষে ৩৭১ জন হতদরিদ্র মানুষের মধ্যে নগদ ৪ লাখ ৭৩ হাজার ২৫ টাকা বিতরণ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

Explore More Districts