সাম্প্রতিক বছরগুলোয় তুরস্কের উপকূলীয় এলাকাগুলোয় দাবানলের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, মানুষের কারণে জলবায়ুতে যে পরিবর্তন এসেছে, তার জেরেই এসব অঞ্চলে গ্রীষ্মকাল আরও বেশি গরম ও শুষ্ক হয়ে উঠছে।
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওদে অঞ্চলে রোববার দাবানল ছড়িয়ে পড়ে। সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। ওদের প্রায় ৪০০ হেক্টর বনভূমি পুড়ে গেছে। সোমবার পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। ফরাসি আবহাওয়া বিভাগ দেশটির ১০১টি অঞ্চলের মধ্যে ৮৪টিতে কমলা সতর্কতা জারি করেছে।
স্পেনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটি জুন মাসে ইতিহাসের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করতে হয়েছে। দেশটির সেভিয়া শহরে সোমবার থেকে শুরু হওয়া জাতিসংঘের একটি সম্মেলনের সময় সেখানকার তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। সেখানকার স্থানীয় প্রশাসনের একজন কর্মী বলেন, ‘ভয়াবহ গরম, আমরা একটু পরপর ছায়া খুঁজছি।’ ফ্রান্সের এল গ্রানাডো এলাকায় দেশটির সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।