ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে সেমিনার অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে সেমিনার অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে সেমিনার অনুষ্ঠিত

সেমিনারটি যৌথভাবে সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ এবং সেন্টার ফর ল’ গভর্ন্যান্স অ্যান্ড পলিসির সাঙ্গে আয়োজন করা হয়।

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক বিচারক ইকতেদার আহমেদ; সাংবাদিক ও বিশ্লেষক মাসুদ কামাল; রাজনৈতিক বিশ্লেষক ড. জাহেদ উর রহমান; বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক ও জুলাই বিপ্লবের ছাত্র প্রতিনিধি মাহি উদ্দিন সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান মানুষের মনে নতুন স্বপ্ন জাগিয়ে দিয়েছে। এ স্বপ্নকে বাস্তবরূপ দিতে হলে অন্তবর্তীকালীন সরকারকে সঠিক সময়ে যুগান্তকারী কিছু সিদ্ধান্ত নিতে হবে।

তারা আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসেবে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। ফলে বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করা এই সরকারের নৈতিক দায়িত্ব। এ দায়িত্ব পালনের ক্ষেত্রে বর্তমান সরকার যোগ্যতা, দক্ষতা ও নিরপেক্ষতা বজায় রাখবে- এটাই সাধারণ মানুষের প্রত্যাশা।

Explore More Districts