ইউজিডিপির আওতায় সদরের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা উপকরণ  বিতরণ

ইউজিডিপির আওতায় সদরের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা উপকরণ  বিতরণ

তোফাজ্জল হোসেন শিহাব

মুন্সিগঞ্জ সদর উপজেলার  বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র ,কমিউনিটি ক্লিনিক ও উপস্বাস্থ্য কেন্দ্রে স্বাভাবিক ডেলিভারির সকল ধরনের  যন্ত্রপাতি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

২৮ জুন মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ছেরাজ আহমেদের সঞ্চলনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মো.আল- জুনায়েদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসউজ্জামান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কামরুল হাসান, উপজেলা প্রকৌশলী মো: শফিকুল আহসান,

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ( ইউজিডিপি) মুন্সিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,কমিউনিটি ক্লিনিক ও উপস্বাস্থ্য কেন্দ্রে স্বাভাবিক ডেলিভারি যন্ত্রপাতি বিতরন করা হয়।

স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরনের লক্ষে ২৯ ধরনের মালামাল প্রদান করা হয়। ৬ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও ৪টি কমিউনিটি ক্লিনিক এবং ১ টি উপস্বাস্থ্য কেন্দ্রে স্বাভাবিক গ্রামের গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারী সেবা প্রদানের জন্য ডেলিভারী সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউজিডিপি প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটিটেটর  মিজানুর রহমান সহ অন্যান্যরা।

Explore More Districts