ইউক্রেন-ইসরায়েলের সহযোগিতা তহবিল আটকে দিল মার্কিন সিনেট

ইউক্রেন-ইসরায়েলের সহযোগিতা তহবিল আটকে দিল মার্কিন সিনেট

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ইলাত শহরের কয়েকটি সামরিক চৌকিতে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

খবরে বলা হয়েছে, বুধবার হুথির সামরিক মুখপাত্রের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। তবে হামলায় ইসরায়েলে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি।

এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ছোড়া একটি ড্রোনে গুলি চালিয়ে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের আরলে বার্ক ডেস্ট্রয়ার। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়নি। এছাড়া ড্রোনটির লক্ষ্যবস্তুও পরিষ্কার নয়।

গত ৭ অক্টোবর ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দক্ষিণ লোহিত সাগরে মধ্যপ্রাচ্যের জলসীমায় বাণিজ্যিক জাহাজে ষষ্ঠবারের মতো ড্রোনের উপর গুলি চালিয়েছে মার্কিন নৌবাহিনী৷

এদিকে হুথিদের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান চলবে। একই সঙ্গে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলি সব জাহাজকে আরব ও লোহিত সাগরে চলাচলে বাধা দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।

তেহরানের মিত্র হুথিরা গাজা উপত্যকায় যুদ্ধরত ফিলিস্তিনি হামাস যোদ্ধাদের সাথে সংহতি প্রকাশ করে লোহিত সাগরে ইসরায়েল এবং ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজগুলোতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করছে।

এর আগে বুধবার, ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এজেন্সি এবং ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি কোম্পানি অ্যামব্রে ইয়েমেনি বন্দরের হোদেইদাহের পশ্চিমে লোহিত সাগরের উপর একটি সন্দেহভাজন ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানায়।

এছাড়া ইউকেএমটিও এই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতা অবলম্বন করার জন্য সতর্ক করেছে।

গত রোববার দক্ষিণ লোহিত সাগরে তিনটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

ইয়েমেনের হুথি গোষ্ঠী রোববার এই অঞ্চলে দুইটি ইসরায়েলি জাহাজে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। এছাড়াও একটি সম্প্রচারে বলেছে, ইয়েমেনিদের দাবির প্রতিক্রিয়ায় এবং মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর আহ্বানের প্রতিক্রিয়ায় হামলাগুলো করা হয়েছে।

Explore More Districts