ইউএনও যখন শিক্ষক!  | ctgnews.com

ইউএনও যখন শিক্ষক!  | ctgnews.com

       

সীতাকুণ্ডের কমিউনিটি রেডিও সাগর গিরি’র উদ্বোধনী ক্লাস নিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহাদাত হোসেন।

সাগর গিরি অনলাইন একাডেমিক ৮ম-১০ম শ্রেনী ইংরেজি এবং গনিত ক্লাস উদ্বোধন করা হয়। গত ২৪শে আগষ্ট বেলা ২টায় ইপসা-সিভিক কনসোর্টিয়াম এর সহায়তায় এবং সহযোগিতায় গ্লোবাল কমিউনিটি এনগেইজমেন্ট এন্ড রিজিলিয়েন্স ফান্ড-জিসিইআরএফ সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ইউএনও মো. শাহাদাত হোসেন ইংরেজি ক্লাস নিয়ে উদ্বোধন করেন।

Advertisement

ক্লাসটি সরাসরি রেডিও সাগর গিরি এফ এম ৯৯.২ থেকে এবং সাগর ফেইসবুক ফেইস থেকে সরাসরি সম্প্রাচার হয়।

‘‘চট্টগ্রাম বিভাগের জনগণের সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ” প্রকল্পের আওতায় কোভিড-১৯ মহামারীকালীন কমিউনিটি এলাকায় ৮ম থেকে ১০ শ্রেণি পর্যন্ত অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য ইংরেজী ও গণিত বিষয়ে অনলাইন ক্লাসটি পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্ত্তী , ইপসা’র কর্মকর্তা শাহ্ সুলতান শামীম, মোহাম্মদ আলী শাহীন, সাগর গিরি স্টেশন ইনচার্জ সঞ্জয় চৌধুরী, প্রমুখ। এতে আরও ক্লাস পরিচালনা করেন জুবাইদিয়া ইসলামিয়া মাহিলা ফাজিল ( ডিগ্রী) মাদ্রাসার শিক্ষক রাশেদা আক্তার ।

এসআর

Advertisement

Explore More Districts