ইউএনও’ নম্বর ক্লোন করে ইউপি চেয়ারম্যানের কাছে টাকা দাবি

ইউএনও’ নম্বর ক্লোন করে ইউপি চেয়ারম্যানের কাছে টাকা দাবি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল ফোন নম্বর ক্লোন করেছে একটি প্রতারক চক্র। এরপর ইউপি চেয়ারম্যানের কাছে টাকা দাবি করা হয়।

বুধবার (৬ সেপ্টেম্বর) ইউএনও’র অফিসিয়াল নম্বরটি ক্লোন করে উপজেলার মহোদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল মণ্ডলের কাছে টাকা দাবি করেছে বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করে মহোদীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তৌহিদুল মণ্ডল বলেন, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল নম্বরটি আমার ফোনে সেভ রয়েছে। হঠাৎ করে বুধবার ওই অফিসাল নম্বর থেকে ফোন করে ০১৯৫০১৩৬৫৬৭ নম্বরে আমার কাছে টাকা দাবি করে। এতে সন্দেহের সৃষ্টি হলে বিষয়টি ইউএনও’কে জানানো হয়। এরপর জানা গেল এটি একটি প্রতারক চক্র। এ চক্রের সদস্যরা অফিসিয়াল নম্বরটি ক্লোন করেছ প্রতারণার চেষ্টা করেছে।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান নয়ন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতারক চক্রটি অফিসিয়াল নম্বরটি ক্লোন করে নির্বাহী অফিসারের পরিচয় দিয়ে ইউপি চেয়ারম্যান তৌহিদুল মণ্ডলের কাছে অর্থ দাবি করে।

তিনি আর্ও বলেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। একই সঙ্গে অফিসিয়াল ফেসবুক আইডিতেও একটি পোস্ট দেওয়া হয়েছে। এ ধরণের প্রতারণা রোধে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান।

Explore More Districts