সাদেক খানের পরিবারের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক সংসদ সদস্য সাদেক খানের পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এর বাইরে তাঁর স্ত্রীর ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। তাঁদের ছেলে ফাহিম সাদেকের দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।
দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, সাদেক খানের মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবগুলোয় ৪৬৬ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ১৯০ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে।