আ. লীগ নেতার রাইস মিলে অভিযান, গ্রেপ্তার ২

আ. লীগ নেতার রাইস মিলে অভিযান, গ্রেপ্তার ২

১৮ November ২০২৪ Monday ৫:২৫:৫৪ PM

Print this E-mail this


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

আ. লীগ নেতার রাইস মিলে অভিযান, গ্রেপ্তার ২

বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সির মালিকানাধীন বার্থী এলাহি অ্যাগ্রো অটোরাইস মিলে অভিযান চালিয়ে মিলের দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে মামলা দায়েরের পর গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন- উপজেলার বার্থী গ্রামের আমীর সরদারের ছেলে জাহিদ হাসান (২৪) ও জয়পুরহাট সদরের ধারক রশিদার গ্রামের মৃত সবদুল প্রধানের ছেলে  শাহিনুর প্রধান (২৭)। 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে এলাহি অ্যাগ্রো অটোরাইস মিলে গৌরনদী ক্যাম্পের সেনাবাহিনী ও মডেল থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় মিলের ভেতরে বৈদ্যুতিক সাব স্টেশনের পাশে মাটির নিচ থেকে দুইটি রামদা, দুইটি চাইনিজ কুড়াল, একটি ছোরা ও একটি হুইল রেন্স উদ্ধারের পাশাপাশি দুইজনকে গ্রেপ্তার করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts