১ July ২০২৫ Tuesday ৯:৫৯:৩০ PM | ![]() ![]() ![]() ![]() |
নগর প্রতিনিধি:

বরিশালে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও তার ভাই নাছির উদ্দিন লিটুর বিরুদ্ধে নিজ বাড়ির সীমানা প্রাচীরে গেট না লাগিয়ে বাড়ি থেকে প্রায় ১৫০ ফুট দূরে বরিশাল সিটি কর্পোরেশনের রাস্তার উপর অবৈধভাবে গেট লাগিয়ে প্রতিবেশির বাড়িতে যাতায়াতে বিঘ্ন ঘটানোর অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ গেটটি উচ্ছেদ করেছে।
বরিশাল নগরীর ১৮ নং ওয়ার্ড বটতলা এলাকার বাসিন্দা ও প্রতিবেশী ভুক্তভোগী শাহাবুদ্দিন আহম্মেদ ও মিসেস শাহানারা আক্তার বাদী হয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানায় ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর একটি অভিযোগ দাখিল করেন।
অভিযোগে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মুন্সীর স্ত্রী শাহানারা আক্তার উল্লেখ করেন- বটতলা ক্ষীরোধ মুখার্জী লেনের সংযোগ সড়কে তারা দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন। বগুড়া আলেকান্দা মৌজার জে.এল নং- ৫০, দাগ নং- ৪২০৯ (৯৬৭১) খতিয়ান নং- ২৪৯১৮ (পরচা সংযুক্ত) ২.৫০ শতাংশ জমি আছে। জমির পশ্চিম পার্শ্বে উত্তর-দক্ষিণে চলাচলের একমাত্র পথ (উত্তর, পূর্ব, দক্ষিণে বসত বাড়ি) উক্ত সংযোগ সড়কের সর্ব দক্ষিণের সীমানায় আমার বাড়ির গেট থেকে আনুমানিক ১৫০ ফিট দক্ষিণে আমার প্রতিবেশী জাহাঙ্গীর কবির নানক ও মোঃ নাছির উদ্দীন লিটুর বাড়ি। লিটু মিয়ার ভাই নানক মিয়া আওয়ামী লীগের একজন বড় নেতা ও সাবেক মন্ত্রী। এই ক্ষমতা বলে আইন-কানুনের তোয়াক্কা না করে আমাদের যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য চলাচলের রাস্তায় তার বাড়ির সীমানা প্রাচীর হইতে আনুমানিক ১৫০ ফিট দূরে ক্ষীরোধ মুখার্জী লেন বিসিসির রাস্তার সংযোগ স্থলে অবৈধভাবে একটি লোহার গেট লাগানো এবং আর, সি. সি পিলার ঢালাই এর কাজ করে। আমি তাতে বাধা দিতে গেলে নানক ও লিটু মিয়ার সন্ত্রাসী বাহিনী আমাকে মেরে রক্তাক্ত জখম করে জীবন নাশের হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালা গালি সহ মারমুখি হয়ে আমাকে ধাওয়া করে। নিরুপায় হয়ে আমি কোতয়ালী মডেল থানায় ও বরিশাল সিটি কর্পোরেশনে যাই এবং এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করি। তখন পুলিশ এসে ঘটনা স্থল পরিদর্শন করেন এবং লিটু মিয়ার প্রতিনিধিকে গেটের কাজ বন্ধ রাখতে বলেন কিন্তু তারা জাহাঙ্গীর কবির নানকের দাপট দেখিয়ে জোর করে সন্ত্রাসী বাহিনী নিয়ে বিসিসি রাস্তার উপর গেট লাগিয়ে তালা মেরে দেয়।
অভিযোগে ভুক্তভোগী শাহানারা আক্তার আরো বলেন- ক্ষীরোধ মুখার্জী লেনের সংযোগ সড়কটি সিটি কর্পোরেশনের অধীন কিছু দিন আগে ঠিকাদার মাহফুজ খান কর্তৃক পিচ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়। সিটি কর্পোরেশনের রাস্তায় নাগরিক হিসেবে সবার যেমন চলাচলের অধিকার আছে তেমনি নাগরিক হিসেবে আমারও চলাচলের অধিকার আছে।
ভুক্তভোগী শাহনারা আক্তার সরকারসহ প্রশাসনের কাছে রাস্তায় চলাচল করিতে পারেন তার ব্যবস্থা গ্রহণের বিশেষ অনুরোধ জানান। এবং সেই লক্ষ্যে সিটি কর্পোরেশনের রাস্তায় অবৈধ ভাবে যাতে গেট লাগাতে না পারে তাহার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার অনুরোধ জানিয়েছেন। বিসিসি কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে সার্ভেয়ার দাঁড়া সঠিক মাপকাঠি দিয়ে দেখতে পান জাহাঙ্গীর কবির নানক ও তার ভাই লিটু যে রাস্তাটি অবৈধভাবে দখল করে রেখেছে তা সম্পন্ন প্রতিবেশী মোসলেমউদ্দিন আহমেদের তিনি তাদেরকে শুধু হাঁটতে দিয়েছিল।
এদিকে, বিসিসির সড়কে অবৈধ ভাবে গেট নির্মান করায় অবরুদ্ধ হয়ে পড়েছিলেন আশপাশের প্রতিবেশী ও বীর মুক্তিযোদ্ধার পরিবার। ভয়ে এতদিন মুখ বন্ধ রাখলেও প্রতিবেশীরা এখন মুখ খুলতে শুরু করেছেন। প্রতিবেশী শাহাবুদ্দিন আহমেদর বক্তব্য- নানক ও লিটু যেখানে অবৈধ্য ভাবে গেট নির্মাণ করেছেন সেটা সম্পুর্ন ভাবে বিসিসির নিজস্ব সড়ক এবং আমার বাবার দেয়া জায়গা ওখানে তাদের কোন জায়গা নেই মানবতার খাতিরে তাদেরকে শুধু হাটতে দিয়েছিল। লিটু ও নানক নিজেদের জমিতে গেট না লাগিয়ে, মূলত সিটি কর্পোরেশনের যায়গা দখল ও প্রতিবেশীকে হয়রানি করার জন্যই পালিত ক্যাডার দ্বারা তারা এ ধরনের জঘন্যতম কাজ করেছেন।
বটতলাবাসী বিসিসি গেটটি অপসারণ করায় সাধুবাদ জানিয়েছেন এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |