- জাতীয়
- বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর শহীদ হন
আড়াইহাজারে সহিংসতার মধ্যে দিয়ে ইউপি নির্বাচন সম্পন্ন
- আপডেট টাইম : ডিসেম্বর, ২৭, ২০২১, ১:১৩ পূর্বাহ্ণ
- 14 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিদিন:
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়নে বিশৃঙ্খলা ও সহিংসতার মধ্যে দিয়ে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। ইউনিয়নগুলোর মধ্যে বিশনন্দী ইউপির ১,৩ ও ৪ নং কেন্দ্রে ব্যাপক সহিংসতা, ককটেল বিস্ফোরনসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুপুর আড়াইটার সময় মোবাইল কোর্ট ও স্ট্রাইকিং ফোর্স ওই কেন্দ্রগুলোতে ভোটগ্রহন বন্ধ করে দেন। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে সরিয়ে দেন।
আড়াইহাজারের ১০টি ইউপির মধ্যে ৬টিতে বিনা প্রতিদ্বন্দিতায় ক্ষমতাসীন দলের ৬ প্রার্থী বিজয়ী হলেও বাকি ৪টিতে প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে সাতগ্রাম ইউপিতে ওয়াাদুদ মাহমুদ, খাগকান্দা ইউপিতে আরিফ জাহিদ, উচিৎপুরা ইউপিতে ইসমাইল হোসেন এবং কালাপাহাড়িয়া ইউনিয়নে সতন্ত্র প্রার্থী ফায়জুল হক ডালিম বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।