- নারায়ণগঞ্জ, শহরের বাইরে, সারাদেশ
- না.গঞ্জের ১১ টি ইউনিয়নে ১০ টি’তে নৌকা ১টিতে বিদ্রোহী জয়ী
আড়াইহাজারে ভোট না দেয়ায় কুপিয়ে জখম
- আপডেট টাইম : ডিসেম্বর, ৩০, ২০২১, ৪:১০ অপরাহ্ণ
- 3 পড়েছেন
আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভোট না দেয়ায় মোবারক (৬০) নামে এক লোক কে কুপিয়ে জখম করেছে নব নির্বাচিত চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদের লোকজন। ঘটনাটি ঘটেছে উপজেলার সাত গ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকায় বৃহষ্পতিবার সকালে।
আহত মেবারকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মোবারক ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত সাতগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সেলিম মিয়ার পক্ষে কাজ করে এবং তাকে ভোট দেয়। এ কারণে বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে মোবারক স্থানীয় পাঁচরুখী বাজারে গেলে চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদের পক্ষের ১০-১২ জন সন্ত্রাসী প্রকৃতির লোক হৃদয়, সোহাগ, রিফাত, লিমন প্রমুখ তাকে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। মূমুর্ষূ অবস্থায় মোবারককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।