আ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত মৃদুলের পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান
স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম উড়াল সড়কে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত ফরিদপুর সদরের বাসিন্দা মৃদুল মালোর পরিবারকে আর্থিক সহায়তার স্বরুপ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। ২৭ শে জুন মঙ্গলবার নিহত মৃদুলের পিতা ও তার ছোটভাই এর হাতে এ অর্থ তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী। এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে ফরিদপুর ভাঙ্গার মালিগ্রাম উড়াল সড়কে গত শনিবার (২৪ জুন) অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় আগুনে পুড়ে ৮ জনের মৃত্যু হয়। ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল আহসান তালুকদার পিএএ ভাঙ্গা উপজেলার মালিগ্রামে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত ৭ ব্যক্তির পরিবারকে ১ লাখ ৪০ হাজার টাকার চেক প্রদান করেন। এরই ধারাবাহিকতায় ফরিদপুর শহরের লক্ষিপুর নিবাসী নিহত মৃদুল মালোর পরিবারের হাতে ২০ হাজার টাকা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী। নিহত মৃদুল মালো ঐ অ্যাম্বুলেন্সের চালক ছিলেন।