আহত তৌসিফ মাহবুব, খেলতে পারছেন না ক্রিকেট লীগ – DesheBideshe

আহত তৌসিফ মাহবুব, খেলতে পারছেন না ক্রিকেট লীগ – DesheBideshe



আহত তৌসিফ মাহবুব, খেলতে পারছেন না ক্রিকেট লীগ – DesheBideshe

ঢাকা, ০৪ মে – আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ (সিসিটি)। আসরটিকে ঘিরে গেল কয়েক দিন ধরেই চলছে তারকাদের প্র্যাকটিস সেশন।

এবারের আসরে টাইটানস দলের হয়ে খেলার কথা ছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের। গত দুই দিন ধরে অংশ নিয়েছিলেন প্র্যাকটিস সেশনেও।

কিন্তু গতকাল শনিবার প্র্যাকটিস করতে গিয়ে হাতে মারাত্মক চোট পান অভিনেতা। এরপর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও কোনো কাজ হয়নি বলে জানা গেছে।

তৌসিফ মাহবুব জানান, ডান হাতের আঙুলে মারাত্মক আঘাত পেয়েছেন। আঙুল ফুলে গেছে, সারা রাতেও ব্যথা কমেনি। সেই সঙ্গে জ্বরও এসেছে।

এই অভিনেতা বলেন, ‘কাঠের বলে খেলা হয়নি কখনো আমার, সে চর্চাও নেই। সর্বোচ্চ টেনিস বল দিয়ে খেলেছি। কিন্তু এবার তো কাঠের বল দিয়ে খেলা হচ্ছে। গতকাল প্র্যাকটিস করার সময় বল এসে সরাসরি আঙুলে লাগে। আঙুলের অবস্থা খুবই খারাপ। বলতে পারেন দুই হাতেই আঘাত পেয়েছি।’

এবারের আসরে তার আর খেলা হবে না জানিয়ে তৌসিফ বলেন, ‘গতকাল থেকে এখন পর্যন্ত পেইন কিলারের ওপরেই আছি। যে অবস্থা দেখছি, তাতে আর এবারের টুর্নামেন্ট খেলা হবে না আমার। কিছুক্ষণ পরই সেটা টিমকে জানিয়ে দেব। খেলতে না পারলেও দর্শক হিসেবে দেখতে যাব।’

প্রসঙ্গত, আগামীকাল ৫ মে থেকে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। চলবে ১২ মে পর্যন্ত। টুর্নামেন্টের ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭টি। সব খেলা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস

টিমগুলোর প্রধান হিসেবে চারটি দলের নেতৃত্ব দেবেন চারজন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, গিয়াস উদ্দিন সেলিম, তানিম রহমান অংশু এবং প্রবীর রায় চৌধুরী।

আইএ/ ০৪ মে ২০২৫



Explore More Districts